ফের ব্যস্ততা শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের। ছুটি শেষে ফিরেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড মিশনের জন্য দুই দিন আগে থেকেই করে যাচ্ছেন অনুশীলন। বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুরের শেরেবাংলায় ইংলিশদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
এর আগে গত সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরেই অনুশীলন শুরু করেন সাকিব। ভ্রমণ ক্লান্তি উড়িয়ে তিনি ছিলেন চনমনে। মঙ্গলবার সকালেও অনুশীলনে ছিলেন। শুরুতে মিরপুরের উইকেট দেখে নেন। অনুশীলনে ফাঁকে ও শেষ হতেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেন তিনি।
সাত বছর পর আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরেছেন হাথুরুসিংহে। এবার নতুন মিশনের আগে সাকিবকে নিয়ে বলেন, ‘দেখুন, প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে। আমাদের প্রতিপক্ষ দুদিন আগেই এসেছে এবং এখানেও তাদের খেলতে হবে। সাকিবের পারিবারিক ইমার্জেন্সি ছিল। লম্বা ভ্রমণ শেষে ও গতকাল ফিরেছে। চনমনে আছে। পুরোদমেই অনুশীলন করেছে। আমি মনে করি এ সময়ে তার পাশে থাকা উচিত এবং আমরা সবাই জানি তার অভিজ্ঞতা কেমন এবং সে কে। ও তার শরীর সম্পর্কে অবগত। আমরা তার উপরেই তাকে ছেড়ে দিয়েছি।’
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত চার বছর বাংলাদেশ ক্রিকেটে ছিলেন হাথুরু। এবার নতুন মিশনের আগে বলেন, ‘আমার একটি শক্তি হলো, আমি জানি আমি কি চাই। আমি যা চাই তাই করে যাই। আমি যা বিশ্বাস করি তাতে আমি সফলতা পাই। আমি খুব আত্মবিশ্বাসী। ছোটবেলা থেকেই এটা আমার অন্যতম শক্তি।’
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা
টি-টুয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ মার্চ ১ম টি-টুয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টুয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টুয়েন্টি মিরপুর বেলা ৩ টা
Discussion about this post