ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুর্দান্ত খেলেন তিনি। ঝলক দেখিয়ে যান। এবারও তাই করছেন নাঈম ইসলাম। বিসিএলে কথা বলছে তার ব্যাট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর ফের তার চমক। ম্যাচে জোড়া শতক উপহার দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা তুষার ইমরানের আরও কাছে চলে গেলেন তিনি।
মঙ্গলবার তৃতীয় রাউন্ডে কক্সবাজারে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের অপরাজিত থাকেন নাঈম। বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক ২৪৯ বলের ইনিংসটি ৭ চারে খেলেন এই ইনিংস। ১ম ইনিংসে ১০৭ রান করেন নাঈম। ম্যাচসেরা তিনিই।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে এ নিয়ে ৩১টি সেঞ্চুরি তুলেছেন নাঈম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৩২ শতরানে শীর্ষে তুষার ইমরান।
এদিন প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেতে গিয়েও পেলেন না তানজিম হাসান। ২ ছক্কা ও ১৩ চারে ৯২ বলে ৯০ রান তুলেন। ১ ছক্কা ও ৮ চারে ৮৬ বলে ৬২ রান আমিনুল ইসলামের।
ম্যাচটি শেষ অব্দি ড্র হয়েছে। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৭৮ রানে ইনিংস ঘোষণার পর ৪০৩ রান তুলে পূর্বাঞ্চল। এরপর উত্তরাঞ্চল ৮ উইকেটে ৪১৯ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। তিন ম্যাচে দুই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এবারের বিসিএলে তৃতীয় স্থানে পূর্বাঞ্চল। এক ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উত্তরাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩৭৮/৯ ডিক্লে.
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪০৩
বিসিবি উত্তরাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন ১৩৮/৩) ১০৩ ওভারে ৪১৯/৮ (আমিনুল ৬২, নাঈম ১০৭, নাসির ৬, মাহিদুল ৪৭, সানজামুল ৩, তানজিম ৯০, শাকিল ০; আবু জায়েদ ২১-৩-১০৩-১, তানভির ৩৭-১০-১২৮-৩, রিপন ১১-০-৩৯-১, এনামুল ১১-২-৪০-১, আশরাফুল ৫-০-৪১-০, মুমিনুল ১২-০-৩২-০, ইয়াসির ৬-০-২৩-১)
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: নাঈম ইসলাম
Discussion about this post