ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল ) শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। রোজার ঈদের আগ পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু সুপার লিগ পর্ব শুরু।
এবারের ঢাকা লিগে এবার বেশির ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। বিকল্প ভেন্যু হিসেবে আছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
ম্যাচসেরার পুরস্কারের চল ছিল না। গত কয়েক মৌসুমে চিত্রটা অবশ্য বদলেছে। অবশ্য এই পুরস্কারের ধরন নিয়েও উঠে প্রশ্ন। এবার শুধুই ক্রেস্ট নয়, আর্থিক পুরস্কারও বাড়াচ্ছে আয়োজক ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
গত মৌসুমেও ম্যাচসেরার পুরস্কার হিসেবে শুধু ক্রেস্ট দেওয়া হয়েছে। সিসিডিএম জানিয়েছে, এবার তারা প্রতিটি ম্যাচের সেরার পুরস্কার হিসেবে দেবে ১০ হাজার টাকা। গণমাধ্যমে সিসিডিএম চেয়ারম্যান সালাহ্উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এবার আমরা ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্টের সঙ্গে ম্যান অব দ্য ম্যাচকে একটা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছি। চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের পুরস্কার ছাড়াও আমার এবার আরও তিনটা প্রাইজামানি দিচ্ছি। সর্বোচ্চ উইকেট শিকারি, সর্বোচ্চ রান এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের আলাদা প্রাইজমানি থাকবে। ২ লাখ টাকা করে দেওয়া হবে। আর ম্যান অব দ্য ম্যাচের জন্য এবার ১০ হাজার টাকা করেছি।’
সব ঠিক থাকলে ডিপিএল ক্রিকেটারদের দলবদল হবে ২ ও ৩ মার্চ। প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে হবে দল বদল। বিদেশি ক্রিকেটার রেজিষ্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রতি ম্যাচের একাদশে খেলতে পারবেন একজন বিদেশি ক্রিকেটার। ১৪ মার্চ করা হবে ট্রফি উন্মোচন।
Discussion about this post