বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্টাইকার্স। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। চতুর্থ ট্রফির জন্য লড়বে ইমরুল কায়েসের কুমিল্লা। মাশরাফির সিলেটের সামনে প্রথম ট্রফির হাতছানি। যদিও অধিনায়ক হিসেবে পঞ্চম ট্রফির সুবাস পাচ্ছেন ম্যাশ।
ইমরুলের কুমিল্লা গতবারের চ্যাম্পিয়ন। এবার তারা চতুর্থ ট্রফির জন্য লড়বে। সিলেট প্রথম ট্রফির সুবাস পাচ্ছে। এবার্্প্রিথম দলটি উঠেছে ফাইনালে।
এবারের বিপিএল ফাইনালে প্রাইজমানির ছড়াছড়ি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।
টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ছিল ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। গত বিপিএলে ছিল প্রায় ২ লাখ টাকা। সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।
Discussion about this post