হঠাৎ করেই পাল্টে গেল দৃশ্যপট। যাকে বলা হচ্ছিল-দৃশ্যপট থেকে উধাও সেই চন্ডিকা হাথুরুসিংহে হতে যাচ্ছেন বাংলাদেশের হেড কোচ। এমন মঞ্চ প্রস্তুত। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছেড়েছেন দলটির সহকারী কোচ হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে দুই বছর চাকরির পর ব্লুজ ও সিডনি থান্ডারের দায়িত্ব ছাড়লেন তিনি।
বলা হচ্ছে বাংলাদেশের কোচ হতেই নিউ সাউথ ওয়েলস ছাড়লেন হাথুরু। শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট খেলা এই কোচ ব্লুজ ও থান্ডারের হয়ে ২০১১-১৪ সাল পর্যন্ত কাজ করেন। তখনও সেই দ্বায়িত্ব ছেড়ে নাম লেখান বাংলাদেশে।
গত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকেই নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টুয়েন্টিতে শ্রীধরন শ্রীরামকে রাখা হলেও ওয়ানডে ও টেস্টের জন্য তাকে চেয়েছিল বিসিবি। সভাপতি নাজমুল হাসানের প্রথম পছন্দ হাথুরু। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর সিডনিতে বিসিবি সভাপতি আর কয়েকজন পরিচালকের সঙ্গে হাথুরুসিংহের বৈঠক হয়। তখনই নিশ্চিত হয়ে যায় মিশন।
এরমধ্যে গত বছরের শেষ দিকে বাংলাদেশের চাকরি ছাড়েন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বিসিবির ছাঁটাইয়ের আগেই নিজেই ছেড়ে দেন দ্বায়িত্ব। এবার ফুল টাইম কোচ হিসেবে আসছেন হাথুরু।
এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে ঘরের মাঠে ওয়ানডেতে দাপট দেখিয়েেছে টাইগাররা। কিন্তু ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর অন্তর্দ্বন্দ্বের কারণে দ্বায়িত্ব ছাড়েন।
চাকরি ছেড়ে ফের প্রস্তুত হাথুরু। তিনিই বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে ফিরছেন, এখনও বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য দেননি।
Discussion about this post