২০ ওভারের ক্রিকেট মানেই চার-ছক্কা। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ দেখে তা আঁচ করা করা গেল না। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই লো-স্কোর। মাঠের উত্তাপহীন ক্রিকেট। সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ শেষ নির্ধারিত সময়ের ৩৫ মিনিট আগে! চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ৮৯ রানে থামায় সিলেট। জবাবে মাশরাফি বিন মর্তুজার দল নেমে ম্যাচ জিতে নেয় ৪৫ বল আগে। ৮ উইকেট হাতে রেখেই সহজ জয়।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার ২০ ওভারে চট্টগ্রাম তুল মাত্র ৮৯ রান। সিলেট জিতে যায় ৪৫ বল হাতে রেখেই।
সিলেটের ক্রিকেটার রেজাউর রহমান রাজা সিলেটের ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথমবার খেলতে নেমে ৪ উইকেট তুলেন ১৪ রানে। সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ২ উইকেট নেন, ৪ ওভারে দেন মাত্র ৭।
বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি এবার জয় দিয়েই শুরু করলেন মিশন।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ৮৯/৯ (মারুফ ১১, রাসুলি ৩, আল আমিন ১৮, শুভাগত ১, আফিফ ২৫, উসমান ২, চাঁদ ৫, মৃত্যুঞ্জয় ৩, নিহাদ ৮, পুস্পাকুমারা ৬, মেহেদি রানা ২; মাশরাফি ৪-০-১৮-১, আমির ৪-১-৭-২, রাজা ৪-০-১৪-৪, আকারম্যান ৩-০-২২-১, পেরেরা ৩-০-১৮-০)।
সিলেট স্ট্রাইকার্স: ১২.৩ ওভারে ৯০/২ (শান্ত ৪৩, আকারম্যান ১, জাকির ২৭, মুশফিক ৬; মৃত্যুঞ্জয় ৩.৩-০-১১-১, মেহেদি রানা ২-০-২৩-০, শুভাগত ২-০-১৩-০, পুস্পাকুমারা ২-০-২২-১, আফিফ ২-০-১০-০, নিহাদউজ্জামান ১-০-৮-০)।
ফল: সিলেট স্ট্রাইকার্স ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রেজাউর রহমান রাজা।
Discussion about this post