দিন কয়েক পরই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দলটা প্রস্তুতই ছিল সফরকারীদের। কিন্তু ইনজুরিতে সেই দলে পরিবর্তন। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে কীনা নিশ্চিত নয়। এশিয়া কাপে পাওয়া হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠনি তার।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, জাদেজা ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই ইয়াশ দায়াল। পিঠের সমস্যায় বাঁহাতি এই পেসারের সফর শেষ। আর গত সেপ্টেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর জাদেজা এখনো ফিট হতে পারেন নি।
জাদেজা-ইয়াশের জায়গায় ভারতীয় দলে ডাক পেলেন পেসার কুলদিপ সেন ও স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আসছে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় জাতীয় দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৪, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যার প্রথম দুটি ঢাকায় পরেটি চট্টগ্রামে। টেস্ট দুটি শুরু হবে যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে। পরেরটি ঢাকায়।
বাংলাদেশ-ভারত সিরিজ
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে- মিরপুর
৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে – মিরপুর
১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে – চট্টগ্রাম
১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট – চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট – ঢাকা
#ওয়ানডে ম্যাচ শুরু দুপুর ১২টায়, টেস্ট শুরু সকাল ৯টা থেকে
Discussion about this post