ব্যাট হাতে রীতিমতো ঝড় বইয়ে দিলেন তিনি। তার পথ ধরে বিজয় হাজারে ট্রফিতে রেকর্ডের বন্যাও বয়ে দিলেন নারায়ণ জাগদেসান। অরুনাচল প্রদেশের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন তিনি। তার ডাবল সেঞ্চুরিতে ৫০ ওভারে ২ উইকেটে ৫০৬ রান তুলেছে তামিলনাড়ু। তার ব্যক্তিগত ২৭৭ আর দলীয় ৫০৬ এই দুটিই লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড।
হাজারে ট্রফিতে দ্বিতীয় ম্যাচে চমক দেখালেন জাগদেসান। অন্ধ্র প্রদেশের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। এরপরের তিন ম্যাচেও তিন সেঞ্চুরি করেন। সর্বশেষ ম্যাচে পেলেন ডাবল সেঞ্চুরি। ২৭৭ রানের এই ইনিংস লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বের যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
সব মিলিয়ে বিশ্বরেকর্ড করলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জাগদেসান। বিশ্বের যাবতীয় একদিনের ম্যাচে (ঘরোয়া এবং আন্তর্জাতিক) এক ইনিংসে এত রান আর কারও নেই।
সোমবার বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জাগদেসান। হাঁকান ২৫টি চার ও ১৫টি ছক্কা। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন এডি ব্রাউন। ২০০২ সালে সারের হয়ে গ্লামোরগনের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেন তিনি।
তিন নম্বরে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি এক ইনিংসে করা সর্বাধিক রান।
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নামেন জাগদেসান। ওপেনিংয়েই সাই সুদর্শনের সঙ্গে ৪১৬ রানের জুটি বাঁধেন তিনি। সেঞ্চুরি করার পরে রানের গতি আরও বেড়ে যায়। ১৯৬.৪৫ স্ট্রাইক রেটে রান করেন জাগদেসান।
৪২তম ওভারে চেতন আনন্দের বলে আউট হয়ে যান। এবারের বিজয় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৫৯.৮০ গড়ে ৭৯৯ রান করলেন জাগদেসান। এই টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড পৃথ্বীর। তিনি ২০২০-২১ মৌসুমে করেন ৮২৭ রান। বুধবার ২৯ রান করলেই এই রেকর্ড হবে জাগদেসানের।
Discussion about this post