ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ কে। প্রশ্নটি ক্রিকেট প্রেমিদের মধ্যে বুধবার থেকেই ঘুরপাক খাচ্ছিলো। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায়। অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যালেক্স হেলস ও জস বাটলারের তান্ডবে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সঙ্গে সঙ্গে দলটি উঠে গেছে ফাইনালে।
দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে ভারত তোলে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান। জবাব দিতে ২৪ বল আর ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। হেলস ৪৭ বলে ৮৩ ও বাটলার ৪৯ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে বৃহস্পতিবার শুরু থেকেই মারমুখী ছিলেন জস বাটলার-অ্যালেক্স হেলস। তাইতো পাওয়ার প্লেতেই তারা তুলে ফেলেন ৬৩ রান। এরপর ভারতীয় বোলারদের উপর আরও চড়াও হন হেলস-বাটলার। প্রতি ওভারেই তারা হাঁকান ছয়-চার। এ ধারাবাহিকতা ধরে মাত্র ৯ম ওভারে ২৯ বলে হেলস তুলে নেন হাফসেঞ্চুরি। যা দেখে যেন তর সইছিলো না বাটলারের। এ ব্যাটারও তুলতে থাকেন দ্রুত রান। শেষ পর্যন্ত তিনিও হাফসেঞ্চুরি তুলে নেন মাত্র ৩৫ বলে।
হাফসেঞ্চুরি পূর্ণ করার পর তারা আরও দ্রুত ব্যাট চালান। যে কারণে হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সামির ওপর ইনিংসের ১৩ ও ১৪তম ওভারে চালান ঝড়। শেষ পর্যন্ত তাদের রেকর্ড অবিচ্ছিন্ন ১৫৯ রানে ভর করে ইংল্যান্ড পেয়ে যায় ১০ উইকেটের দাপটে জয়। সঙ্গে সঙ্গে ফাইনালে উঠার আনন্দে মেতে ওঠে পুরো ইংল্যান্ড।
এরআগে টস হেরে শুরুটা ভল না হলেও মাঝে কোহলি ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে বড় স্কোরের পথে হাঁটে ভারত। এক পর্যায়ে ১৮তম ওভারে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার ৪০ বলে ৬১ রানের জুটিটি ভারতের ইনিংসের ভিত। এই ইনিংস খেলার পথে ব্যক্তিগত ৪২ রানে থাকতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে ৪ হাজার রানের মাইলফলকের দেখা পান কোহলি।
হাফসেঞ্চুরি করে কোহলি ফিরলেও থামেননি পান্ডিয়া। এ ব্যাটার শেষ তিন ওভারে ঝড় তোলেন। শেষ পর্যন্ত ৩৩ বলে তার ৬৩ রানে ভর করে ইংল্যান্ডের সামনে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। তবে শেষ পর্যন্ত তাদের সেই পুঁজি কোন কাজেই আসেনি পান্ডিয়া-বাটলারের তান্ডবের জন্য।
আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
Discussion about this post