বিশ্বকাপের আগে ব্যস্ততা শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের। শুক্রবারই শুরু নতুন মিশন। নিউজিল্যান্ডের মাঠে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
শুক্রবারক্রাইস্টচার্চে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তার আগে বুধবার উন্মোচিত হলো সিরিজের ট্রফি। ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
এবারের এই সিরিজের নামকরণ হয়েছে ‘বাংলাওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ’। সিরিজের টাইটেল স্পন্সর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলাওয়াশ’ মাদার কোম্পানি এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড।
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ৬ অক্টোবর নিউজিল্যান্ডে পৌঁছে পরের দিন খেলবেন ম্যাচ। ফ্লাইট জটিলতায় তার পৌঁছতে দেরি হচ্ছে।
বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই সিরিজের অফিসিয়াল লোগো উন্মোচিত হয়। সিরিজের টাইটেল স্পন্সর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলাওয়াশ’ এর মাদার কোম্পানি এএনএইচ এন্ট্রারপ্রাইজ লিমিটেড। এবারই প্রথম কোনও আন্তর্জাতিক সিরিজে যুক্ত হচ্ছে বাংলা অক্ষরে লেখা সিরিজ টাইটেল লোগো।
ত্রিদেশীয় সিরিজের সূচি
৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ
৮ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ
৯ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ, ক্রাইস্টচার্চ
১১ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ
১২ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ, ক্রাইস্টচার্চ
১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ
১৪ অক্টোবর: ফাইনাল, ক্রাইস্টচার্চ
# প্রতিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।
Discussion about this post