সিলেটের মাঠে শুরু হয়ে গেছে নারী এশিয়া কাপ ২০২২। যেখানে প্রতিটি ম্যাচ পরিচালিত হচ্ছে নারীদের দিয়ে। এই টুর্নামেন্টের সবকটি ম্যাচেই আম্পায়ার-রেফারি থাকবেন নারীরা। এবারই প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট পুরুষদের ছাড়াই পরিচালিত হচ্ছে।
এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই খবর নিশ্চিত করেছে। এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ও রেফারিদের তালিকাও হাতে পেয়েছে । সেই তালিকায় দেখা যাচ্ছে-সব আম্পায়ার ও রেফারি হিসেবে আছে নারীদের নাম।
এবার এশিয়া কাপের দায়িত্বে রয়েছেন মোট ৯ জন আম্পায়ার। অবশ্য বাংলাদেশি কোন নারী আম্পায়ার নেই সেই তালিকায়। আছেন ভারতের ব্রিন্দা গানশিয়াম, গায়েত্রী পাকিস্তানের হুমায়রা, সালিমা শ্রীলঙ্কার লিন্ডামুলাগে, নিমালি। এই তিন দেশ থেকে থাকছেন সর্বোচ্চ দুজন করে।
কাতার থেকে রয়েছেন শিবানি, মালয়েশিয়া থেকে নূর সুজাঙ্গি ও আরব আমিরাত থেকে হিমাঙ্গি। ম্যাচ রেফারি শ্রীলঙ্কার ভেনেসা রাসেল ও ভারতের সারবা লাক্সমি।
মোট ২৪ ম্যাচ এশিয়া কাপের। তার মধ্যে ৯টি ম্যাচ হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ অক্টোবর ফাইনাল। শনিবার হেসে-খেলে দল এশিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারাল টাইগ্রেসরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে চমক দেখালো লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড অল্প রানে আটকে রেখে শামিমা সুলতানার আগ্রাসী ব্যাটিংয়ে উড়ল বাংলাদেশ।
সিলেটে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনায়াসেই জিতেছে নিগার সুলতানার দল। ৯ উইকেটের জয়ে পথচলা শুরু স্বাগতিকদের। থাইল্যান্ডের ৮২ রান টপকে গেছে দল ৫০ বল হাতে রেখে!
Discussion about this post