দুঃস্বপ্নের মতো শেষ হয়েছে মিশন। এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে সবার আগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে যে দুই ম্যাচ খেলেছে সেখানে সাফল্য পেয়েছেন অনেকেই। তার পথ ধরে আইসিসি টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের।
আফিফ হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন সুখবর। আবার বোলারদের তালিকায় অনেক বড় উন্নতি হয়েছে তাসকিন আহমেদের।
গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আফিফ। ২২ বলে ২ ছক্কা ও চারটি চার এই ইনিংস সাজান তিনি। র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন আফিফ। গত সপ্তাহের হালনাগাদে ৫৭ নম্বরে ছিলেন। এবার ৫০তম স্থানে।
তবে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা স্থানে মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে চার-ছক্কায় ২২ বলে ২৭ রান করে তার উন্নতি ২ ধাপ। ৩৬ নম্বরে নম্বরে আছেন তিনি। সাকিব এক ধাপ এগিয়ে আছেন ৬৭তম স্থানে। চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না লিটন কুমার দাস। তিনি এক ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে।
টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে শেখ মেহেদি হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নিয়ে তিনি আছেন ১৬ নম্বরে। সাকিব আগের মতোই ১৯ নম্বরে। দুই ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান ২৯ নম্বরে। তাসকিন আহমেদ এগিয়েছেন ২৮ ধাপ। পাকিস্তানের হাসান আলির সঙ্গে যৌথভাবে ৭২তম স্থানে বাংলাদেশের এই পেসার।
Discussion about this post