তিনি এখনো অবসর নেননি। দাপটের সঙ্গেই খেলছেন ঘরোয়া ক্রিকেটে। সেই মাশরাফি বিন মর্তুজা জায়গা পেয়েছিলেন লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি)। ড্রাফট থেকে এই তারকাকে দলে নিয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস। যে দলের নেতৃত্বে গৌতম গম্ভীর। আছেন জ্যাক ক্যালিস, মিচেল জনসন, রস টেলের মতো কিংবদন্তিরাও। কিন্তু এ প্রতিযোগিতায় থাকছেন না বলে আয়োজকদের জানিয়ে দিয়েছেন মাশরাফি।
আগেই মাশরাফির কাছে প্রতিযোগিতার প্রস্তাব এসেছিল। শুরু থেকেই অনাগ্রহ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের এই মহাতারকার। ড্রাফটে দল পাওয়ার পর আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু মাশরাফি খেলছেন না। গণমাধ্যমে তিনি বলেন, ‘আসলে নানা ব্যস্ততার কারণে খেলা হচ্ছে না। আমি এরই মধ্যে তাদের না করে দিয়েছি। সময় সুযোগ হলে পরবর্তী আসরে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।’
সাবেকদের নিয়ে এই লিগের দ্বিতীয় আসর ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে ভারতের ছয় শহরে। চার দলের ফ্র্যাঞ্চাইজি লিগের এ প্রতিযোগিতায় ১৫টি ম্যাচ। ২২ দিনের এই লিগ আয়োজন করা হবে কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে।
লিজেন্ডস লিগে ইন্ডিয়া মহারাজাকে নেতৃত্ব খেলার কথা ছিল সৌরভ গাঙ্গুলির। কিন্তু ব্যক্তিগত কারণে খেলছেন না তিনি।
জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২০ সালের মার্চে খেলেছেন মাশরাফি। তবে এই মহা তারকা এখনও আনুষ্ঠানিক অবসর নেননি। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গত এপ্রিলে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন এই কিংবদন্তি।
Discussion about this post