বয়স ৩৮ ছাড়িয়েছে। এই সময়ে এসে মন সায় দিলেও শরীর ঠিক প্রস্তুত থাকে না। সেটা মেনে নিয়েই এবার প্রথম শ্রেণির ক্রিকেটকে গুডবাই বললেন অলক কাপালি। ২০০৩ সালে শুরু হয়েছিল পথচলা। সাদা পোশাকে সেই যাত্রা থামল এবার। এই তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে আর খেলবেন না।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অবসরের এই ঘোষণা দিয়ে জানান-লঙ্গার ভার্সন ক্রিকেট আর খেলবেন না। রঙিন পোশাকে ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে যাবেন।
ফেসবুক পোস্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি লিখেছেন, ‘বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় আমি গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ২০২২-২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভারস ক্রিকেটে অংশগ্রহণ করব। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যে কোনো সহায়তার জন্য সাধ্যমত চেষ্টা করব।’
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২২ বছরে খেলেছেন ১৭২ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তুষার ইমরান (১৮২) ও মোহাম্মদ আশরাফুল (১৭৪)। অলক কাপালি সাদা পোশাকে করেছেন ৯১৩৮ রান। ৩৩.৮৪ গড়। সেঞ্চুরি আছে ২০টি, ফিফটি ৩৭টি। পাশাপাশি লেগ স্পিনে কাপালি তুলেছেন ২১৭ উইকেট। সেরা বোলিং ৩৩ রানে ৭ উইকেট।
সেই ২০০০ সালে ধানমন্ডি আবাহনী মাঠে সিলেট বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পথ চলা শুরু হয় অলক কাপালির। তিনি ১৭২ ম্যাচের ১১৪টিই খেলেছেন তার অঞ্চল সিলেট বিভাগের হয়ে।
এবার নতুন প্রজন্মকে সুযোগ করে দিতেই সরে দাঁড়ালেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে।
Discussion about this post