নতুন মিশন। নতুন প্রত্যয়। নতুন অধিনায়ক। বাংলাদেশ কি পারবে দুঃসহ ইতিহাস পেছনে ফেলে টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে এখন এটা বলেই দেওয়া যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই মঙ্গলবার রাতে সেঞ্চুরি হয়ে যাবে সাকিব আল হাসানের।
টি-টুয়েন্টি ক্রিকেটে সাকিবের সেঞ্চুরি নেই। আফগানদের বিপক্ষে একটা সেঞ্চুরি অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। টস করতে নামলেই হবেন বাংলাদেশের তৃতীয় টি-টুয়েন্টি ‘সেঞ্চুরিয়ান’। শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলবেন টাইগার ক্যাপ্টেন।
বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৯৯ ম্যাচ। তবে সাকিব ১০০ আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা প্রথম বাংলাদেশি খেলোয়াড় হচ্ছেন না। সাকিবের আগে এই ক্লাবে পা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ টি-টুয়েন্টি খেলেছেন ১১৯টি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচের সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
মঙ্গলবার শারজায় এশিয়া কাপের ম্যাচে সাকিবের সামনে আরও একটি মাইলফলক। স্বীকৃত টি-টুয়েন্টি ম্যাচ ৩৬৭টি খেলেছেন তিনি। ২০.৬৭ গড়ে রান করেছেন ৫৯৭৪। ২৬ রান করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন স্বীকৃত টি-টুয়েন্টিতে ৬০০০ রানের মালিক। নতুন হাতছানি লিজেন্ডস অব রূপগঞ্জের মহাতারকার সামনে।
বাংলাদেশি ব্যাটসম্যান সাব্বির রহমানও দাঁড়িয়ে মাইল। সুযোগ পেলে ৫৪ রান করলেই সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০০ টি-টুয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তিনিও লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার।
Discussion about this post