মরুর বুকে ফের ক্রিকেট উত্তাপ! শ্রীলঙ্কার আয়োজন সংযুক্ত আরব আমিরাতে। শনিবার রাত থেকেই শুরু মাঠের ক্রিকেটের উন্মাদনা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান সঙ্গে হংকং। এই ৬ দেশকে নিয়ে এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই। অনেকের হিসেবে এটি আবার ‘এশিয়ার বিশ্বকাপ’।
১৫তম আসরের প্রথম ম্যাচেই শনিবার মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের লড়াই তাদের অন্য প্রতিপক্ষ বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে হংকং। যার মধ্যে দুই চির প্রতিদ্ধন্ধী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে একদিন পরই, রোববার।
বেশ লম্বা বিরতি শেষে বসছে এশিয়া কাপের আসর। সবশেষ ২০১৮ সালে এই আমিরাতেই হয়েছে এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের আয়োজনে বাংলাদেশ উঠে এসেছিল ফাইনালে। শেষ অব্দি অবশ্য ভারতকে হারিয়ে শিরোপা জেতা হয়নি।
এবারের মূল আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু দেশটির রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতার কারণে এসিসি সেখানে টুর্নামেন্ট আয়োজন নিরাপদ মনে করেনি। শেষ অব্দি মধ্যপ্রাচ্যের শহর দুবাই ও শারজাহতে সরে যায় আয়োজন। তবে এসিসি ৬৫ লাখ ডলার দেবে শ্রীলঙ্কাকে।
টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৩০ আগষ্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ দলের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আসর শুরুর আগেই বলেছেন, এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। মানে শিরোপায় চোখ রেখেই নামবে টাইগাররা।
এশিয়া কাপ ২০২২ এর সূচি-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (গ্রুপ বি)- ২৭ আগস্ট, দুবাই
ভারত বনাম পাকিস্তান ( গ্রুপ এ)- ২৮ আগস্ট, দুবাই
বাংলাদেশ বনাম আফগানিস্তান (গ্রুপ বি)- ৩০ আগস্ট, শারজা
ভারত বনাম হংকং (গ্রুপ এ)- ৩১ আগস্ট, দুবাই
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (গ্রুপ বি)- ১ সেপ্টেম্বর, দুবাই
পাকিস্তান বনাম হংকং (গ্রুপ এ)- ২ সেপ্টেম্বর, শারজা
সুপার ফোর-
বি১ বনাম বি২- ৩ সেপ্টেম্বর, শারজা
এ১ বনাম এ২- ৪ সেপ্টেম্বর, দুবাই
এ১ বনাম বি১- ৬ সেপ্টেম্বর, দুবাই
এ২ বনাম বি২- ৭ সেপ্টেম্বর, দুবাই
এ১ বনাম বি২- ৮ সেপ্টেম্বর, দুবাই
বি১ বনাম এ২- ৯ সেপ্টেম্বর, দুবাই
ফাইনাল- ১১ সেপ্টেম্বর- দুবাই
Discussion about this post