নতুন মিশনের আগে এবার শেষ মুহূর্তের প্রস্তুতির পালা। এশিয়া কাপে অংশ নিতে নিরাপদে দুবাইয়ে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দুবাই রওনা হন সাকিব আল হাসানরা। রাতেই বাংলাদেশ দলকে বহনকারী বিমান পৌঁছায় মরুর শহর দুবাইয়ে।
অবশ্য কঠিন লড়াইয়ের আগে প্রথম দিনটা বিশ্রামেই কাটালেন জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার ছিল না কোন অনুশীলনের সূচি ।বিশ্রামেই কাটল ক্রিকেটারদের দিন। অবশ্য দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের একটি থিওরিটিক্যাল ক্লাস নেওয়া কথা রয়েছে। এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজেদের পরিকল্পনা জানাবেন সদ্য নিয়োগ প্রাপ্ত শ্রীরাম।
টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামই বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন। এই ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। এখন ২০ ওভারের ক্রিকেটে শ্রীরামকেই দেখা যাবে। ভারতের সাবেক অলরাউন্ডারের আইপিএলের বিভিন্ন দল ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন।
এর আগে মঙ্গলবার দুবাই যাত্রার আগে দলের ক্রিকেটার নাসুম আহমেদ দোয়া চাইলেন দেশবাসীর। এই স্পিনার বলছিলেন, ‘ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু দিতে পারি। ভালো খেলার জন্যই যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। দোয়া চাই সবার কাছে।’
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কানদের বিপক্ষে।
এশিয়া কাপের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
Discussion about this post