লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ হিসেবেই আলাদা একটা পরিচিতি পেয়েছেন তিনি। দলকে সাফল্য এনে দিয়েছেন। আবার কোচিংয়েও ছিল নতুনত্ব। নজর কাড়া সেই আফতাব আহমেদ এবার যাচ্ছেন নতুন মিশনে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যস্ততা না থাকায় সুযোগটা কাজে লাগালেন তিনি। যুক্তরাষ্ট্রের লিগের পর এবার সংযুক্ত আরব আমিরাতের লিগে কোচিং করাবেন বাংলাদেশের এই সাবেক তারকা ক্রিকেটার।
আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ করা হয়েছে আফতাবকে। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করল এই ফ্র্যাঞ্চাইজি।
এমনিতে লিজেন্ডস অব রুপগঞ্জের কোচ হয়েই খ্যাতি পেয়েছেন আফতাব। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পান আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয় বাংলা টাইগার্স।
বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেছেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
আফতাবকে নিয়োগ দেওয়ার খবর জানিয়ে বাংলা টাইগার্স লিখেছে, ‘একজন হার্ড হিটিং ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের প্রশিক্ষক। আগেও তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং আবারও আমাদের সঙ্গে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমের প্রধান কোচ হিসেবে আফতাব আহমেদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
বাংলা টাইগার্স বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে টিম মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছয় দলের এই আবুধাবি টি-টেন।
Discussion about this post