শেষ পর্যন্ত সরিয়েও দেওয়া হলো রাসেল ডমিঙ্গোকে। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টিতে থাকছেন না বাংলাদেশের প্রধান কোচ। শুধু ওয়ানডে ও টেস্টে মনোযোগ দেবেন তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগষ্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ দল হেড কোচ ছাড়াই যাবে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে যাবেন সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তিনিই দেখভাল করবেন টি-টুয়েন্টি দলের। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টেুয়েন্টি সিরিজ ও টি-টেুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রাথমিকভাবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার।
নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ডমিঙ্গো এখন কাজ করবেন শুধু ওয়ানডে ও টেস্ট দল নিয়ে। এখন ঘরোয়া ক্রিকেটেও দৃষ্টি থাকবে এই দক্ষিণ আফ্রিকানের। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান কাজ করবেন তিনি।
ডমিঙ্গোকে পাশে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোমবার পাপন বলেন, ‘টি-টুয়েন্টিকে আমরা আলাদা করেছি। হেড কোচ এখন নেই। আমাদের ব্যাটিং কোচ আছে। স্পিন, ফাস্ট বোলিং, ফিল্ডিং কোচ আছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টির জন্য আমরা টেকনিক্যাল কনসালটেন্ট নিয়েছি। সে গেম প্ল্যানটা দিবে। সেক্ষেত্রে হেড কোচের ভূমিকা আর কী থাকবে!’
ডমিঙ্গোর চুক্তি ২০২৩ সালের নভেম্বর অব্দি। সেটা শেষ করতে চায় বিসিবি। তার আগে ডমিঙ্গোর কর্ম পরিধি নিয়ে পাপন বলেন, ‘এ-টিমের খেলা দেখবে, এনসিএলটা দেখতে চায়, জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের কীভাবে পরিচর্যা করবে সেগুলো নিয়ে ওর সঙ্গে আজ কথা হয়েছে। ওর আর কী কী সাপোর্ট লাগবে সেগুলো ও বলেছে।’
পাপন আরও বলেন, ‘ওয়ানডে ও টেস্ট নিয়ে রাসেল কী করবে না করবে, তিন সপ্তাহের মধ্যে আমাদের একটা বিস্তারিত পরিকল্পনা দেবে। ও আমাদের এনসিএল দেখতে চায়, ‘এ’ দলের খেলাগুলো দেখতে চায়। ভবিষ্যতের সম্ভাবনাময় কারা আছে, ও একটু দেখতে চায়। জাতীয় দলে যারা নাই, তাদের নিয়ে কীভাবে কাজ করা যায়। তার জন্য আমাদের কী কী সাপোর্ট স্টাফ লাগবে, আমরা এসব নিয়ে আলোচনা করেছি।’
বিসিবি প্রধান নিশ্চিত করেছেন, এখনো হেড কোচ ডমিঙ্গোই। বলেন, ‘এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখন আমরা তাকে পাঠাতে পারতাম টি-টুয়েন্টিতে। তাহলে আপনার কি আপনার মনে হয়, (শ্রীরাম) এই যে গেইম প্ল্যান করবে, ও ফ্রি লি করতে পারবে? একজন যদি হেড কোচ থাকে তারও তো একটা মতামত থাকে। আমরা তো আলাদাই করতে চাচ্ছি। খামাখা আমরা দলের মধ্যে কোনো কনফিউশন তৈরি করতে চাইনি। টি-টেুয়েন্টিতে ডমিঙ্গোকে পাঠানো হচ্ছে না, বিশ্বকাপ পর্যন্ত নাই সে। আমরা একদম আলাদা করে দেখতে চাচ্ছি। দেখা যাক কী ঘটে।’
Discussion about this post