সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। সাকিব আল হাসানদের যেন দম ফেলার সুযোগ নেই। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চক্রের পূর্ণাঙ্গ ভবিষ্যত সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান- এফটিপি) প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি চার বছরের চক্রের চেয়ে আগামী চার বছরের চক্রে ম্যাচের সংখ্যা দাঁড়াল ৮৩টি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করল আইসিসি। এই সময়ে বাংলাদেশ খেলবে সব পূর্ণ সদস্য দেশের বিপক্ষে!
নারীদের পর ছেলেদেরও ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনা (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৩ থেকে ২০২৭ সালের জন্য করা এই চক্রে দ্বি-পাক্ষিক সিরিজে বাংলাদেশ খেলবে ৩৭ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৩ টি-টুয়েন্টি ম্যাচ। ২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ২০২৭ সালে হবে সেই সিরিজ!
চার বছরের এফটিপিতে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আছে ৫৯টি ওয়ানডে ও ৫১টি টি-টুয়েন্টির সূচি আছে। সঙ্গে আলোচনার ভিত্তিতে বাড়বে আরও ম্যাচ।
এক নজরে ২০২৩ থেকে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের খেলার সূচি-
সময় প্রতিপক্ষ টেস্ট ওয়ানডে টি-টুয়েন্টি
মে ২০২৩ আয়ারল্যান্ড (অ্যাওয়ে) – ৩ ৪
জুন ২০২৩ আফগানিস্তান (হোম) ২ ৩ ৩
সেপ্টেম্বর ২০২৩ নিউজিল্যান্ড (হোম) – ৩ –
নভেম্বর ২০২৩ নিউজিল্যান্ড (হোম) ২ – –
ডিসেম্বর ২০২৩ নিউজিল্যান্ড (অ্যাওয়ে) – ৩ ৩
ফেব্রুয়ারি ২০২৪ শ্রীলঙ্কা (হোম) ২ ৩ ৩
এপ্রিল ২০২৪ জিম্বাবুয়ে (হোম) ২ – ৫
জুলাই ২০২৪ আফগানিস্তান (অ্যাওয়ে) ২ ৩ ৩
আগস্ট ২০২৪ পাকিস্তান (অ্যাওয়ে) ২ – –
সেপ্টেম্বর ২০২৪ ভারত (অ্যাওয়ে) ২ – ৩
অক্টোবর ২০২৪ দক্ষিণ আফ্রিকা (হোম) ২ – –
নভেম্বর ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে) ২ ৩ ৩
মার্চ ২০২৫ জিম্বাবুয়ে (হোম) – ৩ ৩
মে ২০২৫ পাকিস্তান (অ্যাওয়ে) – ৩ ৩
জুন ২০২৫ শ্রীলঙ্কা (অ্যাওয়ে) ২ ৩ ৩
আগস্ট ২০২৫ ভারত (হোম) – ৩ ৩
অক্টোবর ২০২৫ ওয়েস্ট ইন্ডিজ (হোম) – ৩ ৩
নভেম্বর ২০২৫ আয়ারল্যান্ড (হোম) ২ ৩ ৩
মার্চ ২০২৬ পাকিস্তান (হোম) ২ ৩ ৩
এপ্রিল ২০২৬ নিউজিল্যান্ড (হোম) – ৩ ৩
জুন ২০২৬ অস্ট্রেলিয়া (হোম) – ৩ ৩
জুলাই ২০২৬ জিম্বাবুয়ে (অ্যাওয়ে) ২ ৫ –
আগস্ট ২০২৬ আয়ারল্যান্ড (অ্যাওয়ে) – ৩ ৩
অক্টোবর ২০২৬ ওয়েস্ট ইন্ডিজ (হোম) ২ – –
নভেম্বর ২০২৬ দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে) ২ ৩ –
ফেব্রুয়ারি ২০২৭ ইংল্যান্ড (হোম) ২ – –
মার্চ ২০২৭ অস্ট্রেলিয়া (অ্যাওয়ে) ২ – –
Discussion about this post