দুর্ভাগা ক্রিকেটারই বলতে হবে তাকে! অধিনায়ক হয়ে যখন জয়ের দেখা পেলেন তখনই কীনা দুঃসংবাদ! আঙুলের চোটে নুরুল হাসান সোহানের জিম্বাবুয়ে সফর শেষ। সোমবার বাংলাদেশের পথে বিমানে উঠার কথা এই উইকেট কিপার ব্যাটসম্যানের। অথচ তার নেতৃত্বেই ২ আগষ্ট সিরিজের শেষ টি-টুয়েন্টিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।
মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে নেতৃত্বে আনা হয় সোহানকে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের নেতৃত্বে প্রথম ম্যাচেই অবশ্য হার দেখেন। দ্বিতীয়টিতে জয়ের পরই ইনজুরিতে সর্বনাশ। শেষ ম্যাচটাতে চোটের কারণে খেলতে পারছেন না তিনি।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে নুরুল হাসান সোহানের জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলকে শেষ টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন কে?
যদিও এখনই সরাসরি উত্তর নেই। তবে টিম ম্যানেজমেন্ট দুজনকে নিয়েই ভাবছে। একজন লিটন দাস, অন্যজন মোসাদ্দেক হোসেন সৈকত। এরমধ্যে লিটন দলের সঙ্গেই আছেন অনেক দিন। নেতৃত্বের অভিজ্ঞতাটাও আছে। নিউজিল্যান্ডে দলকে এক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ অবস্থায় শেষ ম্যাচে অধিনায়ক করা হতে পারে তাকেও।
আবার আলোচনায় আছেন মোসাদ্দেকও। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখা গেছে তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিএলের শিরোপাও আছে তার। সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে তুলেছেন ৫ উইকেট। তিনিও টস করতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
দল জিম্বাবুয়েতে থাকায় দেশ থেকে অধিনায়কত্ব নিয়ে কোনও নির্দেশনা দিচ্ছে না বিসিবি। টিম ম্যানেজমেন্ট এনিয়ে সিদ্ধান্ত নেবে। অবশ্য এ লড়াইয়ে এগিয়ে লিটন কুমার দাসই।
Discussion about this post