একটা বাংলাদেশের প্রিয় ফরম্যাট। আরেকটা ঠিকঠাক বুঝে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এই একটা মিশনেই এবার জিম্বাবুয়েতে বাংলাদেশ দল। যেখানে শুরুতেই টি-টুয়েন্টি। এরপরই প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেট। তিন টি-টুয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের পথে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
দেশ ছাড়ার আগে পেসার তাসকিন আহমেদ সতর্ক করলেন। জানালেন, জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতা মোটেও সহজ হবে না বাংলাদেশের।
যদিও পাক্ষিক সিরিজে ঘরের বাইরে বাংলাদেশ দলের যত সাফল্য তার বেশির ভাগই জিম্বাবুয়ে থেকে এসেছে। তারপরও প্রত্যাশার লাগামটা টেনেই রাখলেন তাসকিন। ঢাকার বিমানবন্দরে গণমাধ্যমে তাসকিন বলেন, ‘অবশ্যই ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে সবসময় খুব কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রত্যেক ম্যাচেই কঠিন সময় গিয়েছিল। এবারও কষ্ট করে জিততে হবে নিশ্চিত। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা। কিন্তু সহজ হবে না। আন্তর্জাতিক সব সিরিজই চ্যালেঞ্জিং।’
তারুণ্যনির্ভর দল নিয়েই খেলবে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে দলে নেই তিন সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। আর তামিম ইকবাল তো এই ফরম্যাট থেকে সরেই দাঁড়িয়েছেন। এ অবস্থায় দলের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান।
এই লড়াইয়ে কেমন করবে বাংলাদেশ? তাসকিন বললেন, ‘সামনে বড় দুটি মঞ্চ, এশিয়া কাপ, বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে হয়ত আশানুরূপ পারফর্ম করছি না। সেরাটা যদি খেলতে পারি, কিছু অসম্ভব নয়। প্রত্যেক ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। টি-টুয়েন্টি দলটার ৯০ ভাগই তরুণ। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। গত ২ বছর ধারাবাহিক উন্নতি হচ্ছে। এখনও হয়ত স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারিনি। তবে অনেক ভালো অবস্থানে আছি। দোয়া করবেন সবাই যেন ফিট থাকি। সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে জেতানোর পেছনে যেন আমার অবদান থাকে।’
ব্যক্তিগতভাবেও সময়টা ভাল যাচ্ছে না তাসকিনের। সবশেষ দুই ম্যাচে সুযোগ পেয়ে ৬ ওভারে খরচ করেন ৫৬ রান। উইকেট পাননি। বলছিলেন ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়- ওটাই আর কি।’
অধিনায়ক সোহানকে নিয়ে তাসকিন বলেন, ‘(সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালো করে। যদি আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেখানেও সে ভালো করবে।’
Discussion about this post