এবার মিশন জিম্বাবুয়ে! ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে বিশ্রামের সুযোগই মিলল না, আবারও ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে ঢাকা ছাড়বে টাইগাররা। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে জিম্বাবুয়ের পথে উড়াল দেবেন সোহান-মেহেদী হাসান মিরাজরা।
জিম্বাবুয়েতে পা দিয়ে অবশ্য বিশ্রামের সুযোগ নেই। দেশটিতে গিয়ে দুই দিন অনুশীলন। তারপরই মাঠের লড়াই। সোহানের জন্য কঠিন মিশন। কারণ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই তরুণ একটা দলের নেতৃত্ব দিতে হবে তাকে।
এই মিশনের আগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদ-সোহানদের জন্য রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সোমবার দুপুরে ভোজের আয়োজন করে বিসিবি। ক্রিকেট অপারেশন্স এই মধ্যাহ্নভোজের আয়োজন করেছে।
অবশ্য কোন সিরিজের আগে এমনটা দেখা যায় না। এবার যখন সিনিয়রদের বলয় থেকে বেরিয়ে টি-টুয়েন্টি দল ঘোষিত হলো পরই বিসিবি এই প্রোগ্রামের আয়োজন করে।
টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
টি-টুয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।
টি-টুয়েন্টি দল
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
Discussion about this post