প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিলেন তিনি। তবে হাল ছাড়েন নি লড়ে গেছেন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ দিয়ে গেছেন নিয়মিত। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে করেছেন দাপুটে ব্যাটিং। এবার তারই পুরস্কার পেলেন সাব্বির রহমান। বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন এই তারকা ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলে ফেরা মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদও আছেন দলে। এই মাসেই আনঅফিসিয়াল টেস্ট খেলতে ফের উইন্ডিজ সফরে যাবেন। টেস্ট স্কোয়াডে থাকা আরেক পেসার রেজাউর রহমান রাজাও আছেন ‘এ’ দলে। সাব্বিরদের সঙ্গে আরও আছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসানদের মতো তারকারাও।
শুক্রবার সকালে উইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যদিও জানানো হয়নি অধিনায়কের নাম।
গত ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৬৬.০৭ গড়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৯ রান করেন নাঈম ইসলাম। তারপরও জায়গা হয়নি, দলে। লিজেন্ডসদের হয়ে ১৫ ম্যাচে সাব্বির তুলেন ৫১৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন বছর পর সেঞ্চুরি তুলেন তিনি। এই পারফরম্যান্সের পথ ধরে এবার বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন সাব্বির।
আনঅফিসিয়াল টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজ, দুই দলেই আছেন জয়, খালেদ, রাজা, মিঠুন ও সাইফ হাসান।
সৌম্য ও সাব্বিরকে রাখা হয়েছে শুধু একদিনের ম্যাচের সিরিজের দলে। চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে পড়া নাঈম হাসানকে রাখা হয়েছে দুটি দলে। বলা হচ্ছিল ‘এ’ দলে মুমিনুল হককে রাখা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের পর একাদশের বাইরে চলে যাওয়া এই তারকা নেই ‘এ’ দলে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আন অফিসিয়াল টেস্ট ও একটি তিন দিনের ম্যাচ খেলতে সামনের ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম আনঅফিসিয়াল টেস্ট শুরু ৪ আগষ্ট, পরেরটি শুরু ১০ আগষ্ট। একদিনের ম্যাচের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ আগষ্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে প্রতিটি ম্যাচ।
চার দিনের ম্যাচর দল-
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, এনামুল হক।
একদিনের ম্যাচের দল-
সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি।
Discussion about this post