তিনি বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্র। সাকিব আল হাসান মাঠে নামা মানেই যেন একেকটা রেকর্ড। ব্যাট-বলে চমক দেখিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। বাংলাদেশের এই মহাতারকা আরেকটি কীর্তি গড়ার সামনে দাঁড়িয়ে। শনিবারই সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টাইগাররা মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। যদিও বৃষ্টি চোখ রাঙাচ্ছে এই ম্যাচে।
তার আগে সাকিবের সামনে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ড। তিন টি-টুয়েন্টি সিরিজের ৯২ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুই হাজার মাইলফলক স্পর্শ করবেন বাঁহাতি এ অলরাউন্ডার। ৯৬টি টি-টুয়েন্টি খেলা সাকিবের সংগ্রহ এখন ১৯০৮ রান। সবচেয়ে কম ম্যাচ খেলে দুই হাজারি ক্লাবে পা রাখার রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে।
বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে ২ হাজার রানের ক্লাবে রয়েছেন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ টি-টুয়েন্টিতে করেছেন ২০০২ রান। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ৭৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিতে তুলেছেন ১৭৫৮ রান। তিনি টি-টুয়েন্টি থেকে বিরতি নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি শনিবার রাতে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুলাই। ডোমিনিকাতে এই দুই ম্যাচ শেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ৭ জুলাই, গায়ানাতে।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
Discussion about this post