অ্যান্টিগা মিশনে ফ্লপ সাকিব আল হাসানের দল। তিনি নিজে ব্যাট হাতে সফল হলেও সতীর্থরা করেছেন হতাশ। তাইতো বোলাররা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। এবার আরেক মিশন। শুক্রবার সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ?
উত্তরটা এখনই দেওয়া মুশকিল। তবে লড়াই যে সহজ হবে না, সেটা বলে দেওয়া যায়। ম্যাচটি খেলার আগে দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বী। এ অবস্থায় মুমিনুল হক একাদশে থাকবেন কীনা এটা নিয়েও কথা হচ্ছে। তার জায়গায় এনামুল হক বিজয়ের কথাও উঠে এসেছে। ড্যারেন স্যামি স্টেডিয়াম ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। না হলে যে সিরিজটাও হেরে যাবে দল।
এই স্টেডিয়ামে বাংলাদেশ ওখানে ম্যাচ খেলেছে ২টি। একটিতে ড্র। আরেকটিতে খুব বাজে হার। সেই ২০০৪ সালে বাংলাদেশ সেন্ট লুসিয়াতে খেলে হাবিবুল বাশার সুমনের অধিনায়কত্বে। যে টেস্টে বাংলাদেশ চার শতাধিক রান করে। হাবিবুল ও মোহাম্মদ রফিক প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় ইনিংসে করেন সেঞ্চুরি। যেখানে ব্রায়ান লারার দলকে আটকে ড্র করে বাংলাদেশ।
এরপর ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ খেলতে যায় সেন্ট লুসিয়ায়। যেখানে ১৬১ ও ১৯২ রানে অলআউট হয়ে হারে দল। তার ৮ বছর পর ফের সেন্ট লুসিয়ায় বাংলাদেশ দল।
এই টেস্টে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। মুমিনুল হক কিংবা নাজমুল হোসেন শান্তর জায়গায় এনামুল হক বিজয়। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলামকে দেখা যেতে পারে।
Discussion about this post