ঘরোয়া ক্রিকেটে সাফল্যই নতুন দিগন্ত খুলে দিয়েছে। জাতীয় দলে জায়গা পেয়ে গেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এনামুল হক বিজয় ছিলেন শুধুই টি-টুয়েন্টি ও ওয়ানডে দলে। কিন্তু এবার ইয়াসির আলী রাব্বির ইনজুরিতে জায়গা পেয়ে গেলেন টেস্ট দলেও। বিজয়কে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমনটাই জানা গেছে।
সব মিলিয়ে সময়ের ঘড়ি বলছে অনেক বছর পর সাদা পোশাকের দলে জায়গা পেলেন বিজয়। ২০১৩ সালে টেস্টে অভিষেক তার। এরপর এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। সবশেষটি খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। মানে ৮ বছর পর ফের টেস্ট দলে তিনি।
মজার ব্যাপার হলো শেষবার প্রতিপক্ষ দল ছিল ওয়েস্ট ইন্ডিজ! ৮ বছর পর তাদের বিপক্ষেই ফিরছেন বিজয়। ২৯ বছর বয়সী এনামুল বুঝিয়ে দিলেন স্বপ্ন ঠিকই পূরণ হয়। নিজের খেলা ৪ টেস্টে অবশ্য ফ্লপ এনামুল। ৮ ইনিংস মিলিয়ে রান মাত্র ৭৩, সর্বোচ্চ ২২। গড় মোটে ৯.১২।
তবে এখন তিনি দারুণ ফর্মে। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান ফোয়ারায় মুগ্ধ করেছেন। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টে স্পর্শ করেছেন হাজার রান। ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ১১৩৮ রান করেন বিজয়। ৯টি ফিফটি, ৩টি সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান।
সব ঠিক থাকলে ১৭ জুন অ্যান্টিগার পথে ঢাকা ছাড়বেন এনামুল। এই অ্যান্টিগাতে বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post