এখন আর স্বপ্ন নয়, পদ্মা সেতু বাস্তব। গর্বের এই সেতু মাথা উঁচু করেছে গোটা জাতির! এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দাঁড়িয়ে। আসছে ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হলো পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন।
সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’
এ কারণেই অফিসিয়াল লোগোতেও আছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের দীপ্ত প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় রাত আটটা থেকে শুরু মাঠের লড়াই!
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। এরপর ওয়ানডে ও টি -টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ!
Discussion about this post