সময়ের একটা দূরত্বও আছেই। তারওপর খারাপ খবর গভীর রাত অব্দি চলা টেস্ট ম্যাচটি দেখতে পারছে না বাংলাদেশের দর্শকরা। কারণ কোন টেলিভিশন চ্যানেলই সরাসরি দেখাবে না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট ম্যাচের সিরিজটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু প্রথম টেস্ট। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরুর আগে খোদ ভেন্যু শহরে নেই কোন উন্মাদনা।
তবে ফের নেতৃত্ব বুঝে নিয়ে লড়াইয়ে তৈরি সাকিব আল হাসান। তামিম ইকবাল-লিটন দাসরা লড়তে প্রস্তুত। ম্যাচের টিকিট বিক্রি শুরু হলেও অ্যান্টিগার মানুষের খুব একটা আগ্রহ নেই। টিকিট খুব একটা বিক্রি হচ্ছে না বলে জানালেন ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) গণমাধ্যম আর জনসংযোগ কর্মকর্তা ফিলিপ স্পিনার।
ঘাসে বসে টেস্ট ম্যাচের খেলা দেখার জন্য দিতে হবে ১৫ ডলার। গ্যালারির টিকিটের মূল্য ৪০ ডলার। অবশ্য শিশু আর বয়স্ক নাগরিকদের জন্য মূল্যে ছাড় দেওয়া হয়েছে। ১৬ বছর বা এর নিচের বয়সী শিশু আর বয়স্ক নাগরিকদের জন্য টিকিটের মূল্য সাড়ে ৭ ডলার।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অবশ্য অতীত ইতিহাস ভাল নয় বাংলাদেশ ক্রিকেট দলের। এখানেই টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউটের আক্ষেপে পুড়েছিল বাংলাদেশ দল। আশাবাদী হওয়ার মতো একটাই বড় প্রসঙ্গ সাকিব ফিরেছেন নেতৃত্বে। মুমিনুল হক নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরই সাকিবে আস্থা রেখেছে বোর্ড!
টেস্ট সিরিজ থেকে ইয়াসির আলি চৌধুরি রাব্বী ছিটকে গেছেন আগেই। এখন তার জায়গায় কে খেলবেন সেটি নিয়েই কথা হচ্ছে। রাব্বীর জায়গায় এই টেস্টে খেলতে পারেন উইকেটকিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। কারণ লিটন দাস এই টেস্টে নাকি কিপিং করতে চাইছেন না। এই পজিশনে অবশ্য আলোচনায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও।
Discussion about this post