সেরা সময়টা কী পেছনেই ফেলে এসেছেন তিনি? একটা সময় যার প্রবল দাপট ছিল বিশ্ব ক্রিকেটে এখন সেই বিরাট কোহলি আছেন ভয়াবহ চাপে! ব্যাটে রান নেই। তাইতো র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়ছেন ভারতীয় এই কিংবদন্তি। এবার ওয়ানডে ক্রিকেটে তাকে পেছনে ফেললেন ইমাম-উল-হক। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের তালিকায় কোহলিকে পেছনে ফেললেন ইমাম। পাকিস্তানের এই তারকা ক্রিকেটার এখন আছেন ক্যারিয়ার সেরা দুই নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেই এগিয়ে গেলেন ইমাম। সিরিজ সেরার পুরস্কার জিতে এক ধাপ এগিয়েছেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই স্থান এখন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অধিনায়ক বাবর আজম। এরপরই থাকা ইমাম, তার রেটিং পয়েন্ট ৮১৫।
কোহলি নেমে গেলেন তিনি। ৮১১ রেটিং পয়েন্ট তার। এরপরই রোহিত শর্মা (৭৯১)।
উইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডে খেলে তিন উইকেট নিয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে। শীর্ষে ট্রেন্ট বোল্ট। জশ হেইজলেউড দুইয়ে।
ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের তালিকায় আগের মতোই নাম্বার ওয়ান বাংলাদেশের সাকিব আল হাসান। টি-টুয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি। এই ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে বাবর আজমই। দুইয়ে মোহাম্মদ রিজওয়ান।
Discussion about this post