প্রস্তুতি ম্যাচে অনুশীলনটা বেশ ভালই হলো তামিম ইকবালের। দাপট দেখিয়ে খেললেন দেড়শ ছাড়ানো ইনিংস। বাংলাদেশও পায় যায় ভাল পুঁজি। এরপর কথা বলল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দপলের ছেলের ব্যাট। তেজনারায়ন চন্দরপল সুযোগটা কাজে লাগিয়ে তুললেন হাফসেঞ্চুরি। সঙ্গে জেরেমি সলোজানোও দেখালেন দাপট।
এ অবস্থায় উইন্ডিজ সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ তুলল ৪ উইকেটে ২০১ রান। শনিবার দিন শেষে বাংলাদেশের চেয়ে এখনও ১০৯ রানে পিছিয়ে তারা।
ওপেনার সলোজানো ১০ চারে ১৭৪ বলে তুলেছেন ৮৩ রানে। অধিনায়ক ইয়ানিক ক্যারিয়াহ ২১ রানে ব্যাট করছেন। চন্দরপল এর আগে করেন ৫৯ রান।
শনিবার অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৩৬ বলে ১৯ রান করে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর তামিম ২১ চার ও ১ ছক্কায় ২৮৭ বলে ১৬২ রান করে অপরাজিত। ৭ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
এরপর দারুণ উদ্বোধনী জুটি পায় স্বাগতিকরা। টেস্ট সিরিজের রিজার্ভে থাকা চন্দরপল দারুণ খেলেন। সলোজানোকে নিয়ে গড়েন ১০৯ রানের জুটি।
এই ম্যাচ শেষে আসল লড়াই। বাংলাদেশ-উইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু, ১৬ জুন। এরপর ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু, ২৪ জুন। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭৪/৬) ৯৭ ওভারে ৩১০/৭ ইনিংস ঘোষণা (তামিম ১৬২*, মোসাদ্দেক ১৯, রেজাউর ০*; ম্যাকসুইন ১৪-১-৫৭-১, লুইস ১৫-৩-৪৭-২, মিন্ডলে ১০-৪-২২-১, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৭-৭-৩৪-১ ক্যারিয়াহ ৯-০-৩১-১)
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০১/৪ (চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬, ক্যারিয়াহ ২১*; ইবাদত ১২-০-৫১-৩, খালেদ ১২-৩-৩১-০, রেজাউর ১৩-১-৪৭-১, মিরাজ ১৩-৫-২৫-০, তাইজুল ১১-৩-৩৬-০, মোসাদ্দেক ৪-১-৬-০, শান্ত ১-০-৩-০)।
Discussion about this post