দুঃসময় কাটিয়ে ফের চেনা পথে মুশফিকুর রহিম। গত মাসেই মনে রাখার মতো সাফল্য পেয়েছেন তিনি। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে করেছেন সেঞ্চুরি। সেই সাফল্যের আরও একটা স্বীকৃতি পেলেন মুশফিক। জায়গা করে নিয়েছেন আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায়।
গতবছরও ঠিক এই মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পেয়ে মুশফিক জিতেছিলেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি। এবার মাসসেরা হওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মুশফিকের সঙ্গে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজে ভাল করা তিন ক্রিকেটারই আছেন তালিকায়। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সোমবার পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
নারীদের মে মাসের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ এবং জার্সির ট্রিনিটি স্মিথের।
লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেই শতরান পেয়েছেন মুশফিক। তার পথ ধরে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তিনি ৩০৩ রান করে হয়েছেন সিরিজের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। তার মতো দুটি সেঞ্চুরি ছিল ম্যাথুজেরও।
তবে ব্যাক্তিগত অর্জনে মুশফিক ছিলেন অনন্য। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেন তিনি। ম্যাচটিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। চাপের মুখে থেকে ষষ্ঠ উইকেটে লিটন দাসকে নিয়ে রেকর্ড ২৭২ রানের জুটি গড়েন। ঢাকায় পরের টেস্টেও স্রোতের বিপরীতে খেলে করেন শতক। থামেন ১০৫ রানে।
আসিথা ফার্নান্দো বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেট নেন। ঢাকায় দ্বিতীয় টেস্টে পান ১০ উইকেট। এটি বিদেশের মাটিতে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা।
দুই টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে আরেক লঙ্কান ম্যাথুজ হন সিরিজের সেরা। প্রথম টেস্টে ১৯৯ রানে আউট হন। দ্বিতীয় টেস্টে অপরাজিত ছিলেন ১৪৫ রানে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলে ভোট দেন তারা। নিবন্ধিত সমর্থকরা ভোট দিতে পারেন আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।
Discussion about this post