ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে নেই, এমন ক্রিকেটারদের দিয়ে গড়া হয়েছে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড। তবে জায়গা পেয়েছেন টেস্ট স্কোয়াডে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।
টেস্ট দল থেকে সম্প্রতি বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান আছেন প্রস্তুতি ম্যাচের দলে। এনামুল হক বিজয়কেও রাখা হয়েছে স্কোয়াডে। তরুণরাও গুরুত্ব পেয়েছেন; আছেন শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধর মত পারফর্মাররা।
আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও স্বাগতিক বিসিবি একাদশ।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ স্কোয়াড
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।
Discussion about this post