অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ৪২০। শুক্রবার শ্রীলঙ্কার মাত্র একটি উইকেট নিতে পেরেছে পাকিস্তান। বিপরীতে শ্রীলঙ্কা তুলেছে ২৩৮ রান। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা লিড নিয়েছে ২৪১ রানের। শেষ দিন এখন উল্টো শ্রীলঙ্কার চোখেই ম্যাচ জয়ের স্বপ্ন।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ম্যাচ বাঁচাতে অধিনায়ক ম্যাথুস ও দিনেশ চান্দিমালের দিকে তাকিয়ে ছিল দল। পঞ্চম উইকেট জুটিতে ১৩৮ রান যোগ করলেন তারা। তৃতীয় টেস্ট সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন চান্দিমাল। কিন্তু ৮৯ রানে তাকে ফেরান জুনায়েদ খান। ব্যস, সারা দিনে পাকিস্তানের সাফল্য এ এক উইকেট। এরপর প্রসন্ন জয়াবর্ধনেকে নিয়ে ষষ্ঠ উইকেটে আরও অবিচ্ছিন্ন ৯৬ রান যোগ করে পাকিস্তানকে চূড়ান্ত চাপে ফেলেন ম্যাথুস।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৩৮৩/১০ (খুররম ২১, শেহজাদ ৩৮, হাফিজ ১১, ইউনুস ১৩৬, মিসবাহ ১৩৫, শফিক ১৩, বিলাওয়াল ১৪; এরাঙ্গা ৩/৮০, হেরাথ ৩/৯৩, লাকমল ২/৯৯)। শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২০৪/১০ ও ২য় ইনিংস : ৪২০/৫ (করুনারতেœ ২৪, সিলভা ৮১, সাঙ্গাকারা ৫৫, চান্দিমাল ৮৯, ম্যাথুস ১১৬*, জয়াবর্ধনে ৪৮*, জুনায়েদ ৮১/৩, বিলাওয়াল ১৩১/২)। (চতুর্থ দিন শেষে)।
বিপদে শ্রীলঙ্কা
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৩২৭। মিসবাহর (১০৫) সঙ্গে উইকেটে ছিলেন আসাদ শফিক (১২)। স্বভাবত বড় স্কোর হিসাব কষছিল পাকিস্তান। কিন্তু লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অল আউট পাকিস্তান! শেষের ৫৬ রান তুলতেই হারাতে হয়েছে বাকি ৬ উইকেট।
বৃহস্পতিবার ১৭৯ রানে পিছিয়ে থাকার চাপ এড়িয়ে ভালোই শুরু করেছিল শ্রীলঙ্কা। ১ উইকেটে ১৪৫ রান তুলে পাকিস্তানকে চিন্তায়ও ফেলে দিয়েছিল তারা। কিন্তু পরের ৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে বেকায়দায় পড়ে যায় ম্যাথুসের দল। ৫৫ করে সাঙ্গাকারা আউট হওয়ার পর গোল্ডেন ডাক মাহেলা জয়াবর্ধনের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২০৪/১০ ও ২য় ইনিংস : ১৮৬/৪ (করুনারতেœ ২৪, সিলভা ৮১, সাঙ্গাকারা ৫৫, চান্দিমাল ২৪ ব্যাটিং; জুনায়েদ ২/৪৬, বিলাওয়াল ২/৬৫)।
পাকিস্তান ১ম ইনিংস : ৩৮৩/১০ (খুররম ২১, শেহজাদ ৩৮, হাফিজ ১১, ইউনুস ১৩৬, মিসবাহ ১৩৫, শফিক ১৩, বিলাওয়াল ১৪; এরাঙ্গা ৩/৮০, হেরাথ ৩/৯৩, লাকমল ২/৯৯)। (তৃতীয় দিন শেষে)
ইউনুস-মিসবাহ’র সেঞ্চুরি (দ্বিতীয় দিনের রিপোর্ট)
ইউনুস খান ও মিসবাহ-উল-হক জুটি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এবার দু’জন মিলে করলেন ২১৮ রান! সেঞ্চুরি পেয়েছেন দু’জনই। তাতেই আবুধাবি টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ গিয়ে পৌঁছেছে ৪ উইকেটে ৩২৭ রানে। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে পাকিস্তান ১২৩ রানে। বুধবার ইউনুস খান ক্যারিয়ারের ২৩ নম্বর টেস্ট তুলে নিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। মিসবাহর ধীরগতির ব্যাটিং নিয়ে হাল আমলের ক্রিকেটের অনেক গালগল্প চালু আছে। ২৪১ বলে সেঞ্চুরি করেন মিসবাহ।
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২০৪/১০। পাকিস্তান ১ম ইনিংস : ৩২৭/৪ (খুররম ২১, শেহজাদ ৩৮, হাফিজ ১১, ইউনুস ১৩৬, মিসবাহ ১০৫ ব্যাটিং, শফিক ১২ ব্যাটিং; এরাঙ্গা ২/৬৩)। (দ্বিতীয় দিন শেষে)
শ্রীলঙ্কাকে চাপে ফেললেন জুনায়েদ (১ম দিনের রিপোর্ট)
ওয়ানডে সিরিজের পর এবার টেস্টেও দারুণ শুরু পাকিস্তানের। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২০৪ রান শেষ করে দিয়েছে পাকিস্তান। তাতে নেতৃত্ব দিয়েছেন জুনায়েদ খান। ৫৮ রানে পাঁচ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেস বোলার। আবুধাবি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তুলেছে ৪৬ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। একমাত্র অ্যাঞ্জোলো ম্যাথুজ করেন ৯১ রান।
সংক্ষিপ্ত স্কোর- শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৪/১০ (করুনারত্নে ৩৮, কৌশল ২০, সাঙ্গাকারা ১৬, ম্যাথুজ ৯১; জুনায়েদ ৫/৫৮, বিলাওয়াল ৩/৬৫, আজমল ২/৩২) পাকিস্তান ১ম ইনিংস: ৪৬/১ (মনজুর ২১, শেহজাদ ২৫*) # ১ম দিন শেষে
Discussion about this post