সকাল থেকেই চনমনে হয়ে উঠেছিল চারপাশ। বলা হচ্ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগ থেকে ডাক এসেছিল বাংলাদেশের এই পেসারের।বিল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোর্টে। তারা অবশ্য জানিয়ে দিয়েছে আইপিএলে যাচ্ছেন না তাসকিন।
তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন। সোমবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আপনারা জানেন যে লখনউ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে, একটা ওয়ানডে আছে। আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’
জালাল ইউনুস আরও বলেন, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’
ইংল্যান্ডের পেসার মার্ক উডকে পাচ্ছে না লখনউ সুপার জায়ান্টস। তার জায়গায় তাসকিনকে চেয়েছিল এই নতুন ফ্রাঞ্চাইজি। লখনউ পুরো মৌসুমের জন্যই চেয়েছে বাংলাদেশি স্পিড স্টারকে। এ অবস্থায় ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে। সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে, এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।”
আইপিএলে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তিনি আছেন দিল্লির হয়ে খেলবেন এই পেসার।
Discussion about this post