ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দক্ষিণ আফ্রিকা সফর মানেই ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের এক নাম! তাদের বিপক্ষে তিন ফরম্যাটে ১৯ ম্যাচ খেলে শুধুই এসেছে হার।দক্ষিণ আফ্রিকার মাঠে খেলা ১৪ ওয়ানডের কোনোটিতেই নেই জয়। এবার সব প্রতীক্ষার অবসান। ধরা দিল স্বপ্নের মতো এক জয়। ইতিহাস গড়া প্রথম জয়! তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল তামিম ইকবালের বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৩১৪ রানের বড় সংগ্রহ। এরপর ২৭৬ রানে থামিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ধরা দিল প্রথম জয়। আইসিসি সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট পেল টাইগাররা।
শুক্রবার সেঞ্চুরিয়নে তিন বিভাগেই উজ্জীবিত পারফরম্যান্সে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা পেল মনে রাখার মতো সাফল্য। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ২০ ওয়ানডেতে কখনও যেখানে তিনশ ছুঁতে পারেনি টাইগাররা। ২০১৭ সালে কিম্বারলিতে ৭ উইকেটে ২৭৮ রান ছিল দেশটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ।
এদিন সূচনাটাও ছিল দারুণ। ৯৫ রানের উদ্বোধনী জুটিতে পথ দেখান তামিম ও লিটন দাস। লিটন তুলে ৫০ রান। তামিম ৪১।
সাকিব আল হাসান যে অনন্য সেটার প্রমাণ আবারও দিলেন। ৬৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। বুঝিয়ে দেন তাকে কখনো ক্লান্তি পাইয়ে দেয় না। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে ৪৪ বলে ৫০ রান তুলেন ইয়াসির আলি চৌধুরি রাব্বী।
এরপর বল হাতে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের ম্যাজিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে তিন সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচ খেলে ধরা দিল এক জয়। ৪ উইকেট নেন মিরাজ। তাসকিন ১০ ওভারে ৩৬ রানে ৩ উইকেট।
আগামী রোববার জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। যেটি জিতলে দল পাবে দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, মুশফিক ৯, ইয়াসির ৫০, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ১৭, মিরাজ ১৯*, তাসকিন ৭*; এনগিডি ১০-১-৭৫-১, রাবাদা ১০-০-৫৭-১, ইয়ানসেন ১০-১-৫৭-২, মহারাজ ১০-০-৫৬-২, ফেলুকওয়ায়ো ১০-১-৬৩-১)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬/১০ (ভেরেইনা ২১, মালান ৪, বাভুমা ৩১, মারক্রাম ০, ফন ডার ডাসেন ৮৬, মিলার ৭৯, ফেলুকওয়ায়ো ২, ইয়ানসেন ২, রাবাদা ১, মহারাজ ২৩, এনগিডি ১৫*; সাকিব ১০-০-৫৪-০, শরিফুল ৮-০-৪৭-২, তাসকিন ১০-১-৩৬-৩, মুস্তাফিজ ১০-০-৫০-০, মিরাজ ৯-০-৬১-৪, মাহমুদউল্লাহ ১.৫-০-২৪-১)
ফল: বাংলাদেশ ৩৮ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।
Discussion about this post