কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দল নিয়ে এই লড়াইয়ের শেষটাতে শুক্রবার ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারায় কুমিল্লা। তারা উঠেছে অনন্য উচ্চতায়। এক ফ্রাঞ্চাইজির অধীনে সবচেয়ে বেশি শিরেপা তাদেরই।
বিপিএল ইতিহাসের তৃতীয় শিরোপা জিতছে কুমিল্লা। অন্যদিকে বরিশাল তিনবার ফাইনাল খেললেও জিততে পারেনি ট্রফি।
এক নজরে বিপিএলের রোল অব অনার:
আসর চ্যাম্পিয়ন রানার্সআপ
প্রথম ঢাকা গ্ল্যাডিয়েটরস বরিশাল বার্নাস
দ্বিতীয় ঢাকা গ্ল্যাডিয়েটরস চিটাগং কিংস
তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস
চতুর্থ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
পঞ্চম রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
ষষ্ঠ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস
সপ্তম রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
অষ্টম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
Discussion about this post