ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফাইনাল ঠিক ফাইনালেরই মতো হলো। নাটকীয়তায় ঠাসা। এমনই রোমাঞ্চ ছড়াল যে খেলা সমাধান হলো শেষ বলে। যেখানে লেখা হলো আনন্দ বেদনার এক কাব্য। প্রথম বিপিএল ট্রফির কাছে গিয়েও পেলো না বরিশাল। তাদের স্বপ্ন ভেঙে কুমিল্লা জিতল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেকর্ড তৃতীয় শিরোপা।
ব্যাটিং করে ১৫২ রানের লক্ষ্য দেয় ইমরুল কায়েসের কুমিল্লা। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে বরিশাল।
শুক্রবার ছুটির দিনে মিরপুরের শেরেবাংলায় বিপিএল ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার মতোই তিনটি শিরোপা আছে ঢাকার। একক ফ্র্যাঞ্চাইজি হিসেবে কুমিল্লাই এখন অব্দি বিপিএলের সবচেয়ে সফল দল।
নাটকীয় জয়ে এই গল্প লিখল কুমিল্লা। জিততে ম্যাচের শেষ ওভারে বরিশালের দরকার ছিল ১০ রান। ঠিক তখনই শহিদুল ইসলাম একটি ওয়াইড দেন। এরপর দারুণ বোলিংয়ে প্রথম ৪ বলে দেন মাত্র ৫ রান। পঞ্চম বলে তৌহিদ হৃদয় ক্যাচ তুললে তা লং লেগে ছেড়ে দেন তানভির ইসলাম। বরিশাল পায় ২ রান।
এ অবস্থায় শেষ বলে বরিশালের চাই ৩ রান। তখন শহিদুলের বলে সেই হৃদয় নেন ১ রান। ব্যস, আনন্দে মাতে কুমিল্লা!
দল হারলেও সফল সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি হলেন ম্যান অব দা টুর্নামেন্ট।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫১/৯ (নারাইন ৫৭, লিটন ৪, মাহমুদুল ৮, দু প্লেসি ৪, ইমরুল ১২, মইন ৩৮, আরিফুল ০, আবু হায়দার ১৯, শহিদুল ০, তানভির ০*, মুস্তাফিজ ০*; মুজিব ৪-০-২৭-২, শফিকুল ৪-০-৩১-২, সাকিব ৪-০-৩০-১, ব্রাভো ৪-০-২৬-১, মেহেদি রানা ৪-০-৩৪-১)।
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৫০/৮ (মুনিম ০, গেইল ৩৩, সৈকত ৫৮, সোহান , সাকিব ৭, শান্ত ১৪, ব্রাভো ১, হৃদয় ৯*, মুজিব ৪; মুস্তাফিজ ৪-০-৩১-১, শহিদুল ৪-০-৩৬-১, নারাইন ৪-০-১৫-২, মইন ৩-০-২৮-০, আবু হায়দার ১-০-১৪-০, তানভির ৪-০-২৫-২)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী।
ম্যাচসেরা: সুনিল নারাইন।
Discussion about this post