ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের দল না পাওয়াটা বিস্ময়করই। বিশ্বসেরা অলরাউন্ডারের তিক্ত অভিজ্ঞতা হলেও মুস্তাফিজুর রহমান ঠিকই দল পেয়েছেন। প্রথমবার আইপিএল মিশনে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে পেয়েছিলেন দ্য ফিজ। এবার নতুন দলেও এই অস্ট্রেলিয়ানকে সতীর্থ হিসেবে পেলেন বাংলাদেশের এই তারকা পেসার। ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টানল দিল্লি ক্যাপিটালস।
বলা যায় অনেকটা কম দামেই বিক্রি হলেন কাটার মাস্টার খ্যাত এই বোলার। বেঙ্গালুরুতে শনিবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে টানে দিল্লি। এবার তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি। গতবার এই টাইগার ক্রিকেটারবে ১ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।
গতবার আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচ খেলেন মুস্তাফিজ। নেন ১৪ উইকেট। ওভারপ্রতি প্রায় সাড়ে ৮ করে রান দেন তিনি। অবশ্য ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সব সময়ই দাপট থাকে তার। ২০১৬ সালে চমক দেখা অভিষেকেই। ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে সেইবার দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আর ১৭ উইকেট নিয়ে জিতে নেন ‘ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ হন তিনি।
এবার নিলামের আগে ফর্মেই আছেন মুস্তাফিজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। এই সাফল্য ধরে রাখতে চান বাকি টুর্নামেন্টেও। তবে দিল্লি অনেকটা কম পয়সাতেই পেয়ে গেল তাকে। এক কোটি রুপি ভিত্তিমূল্যের ভানিন্দু হাসারাঙ্গাকে মোটা অঙ্কে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পৌনে ১১ কোটি রুপিতে শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়েছে তারা। সেই হিসাবে কমই পেলেন দ্য ফিজ। আর সাকিব তো দলই পেলেন না!
শুধু সাকিব নয়, বিপিএল নিলামে দল পেলেন না স্টিভেন স্মিথ, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবি, ডেভিড মিলার ও সুরেশ রায়না। নিলামে তাদের নাম উঠলেও কেউ কেনার আগ্রহ দেখায়নি।
Discussion about this post