বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সময়টা ঠিক ভাল কাটছে না তার। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারছেন না নুরুল হাসান সোহান। ঠিক এমন অবস্থায় দৃষ্টিকটু আচরণ করে শাস্তি পেলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ফরচুন বরিশালের ক্রিকেটারের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও পেলেন সোহান।
এমনিতে বিপিএলে চারটি ডিমেরিট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনাকাংখিত ঘটনার জন্ম দিয়ে শাস্তি পেলেন সোহান।
ম্যাচে ২০০ রান লক্ষ্য নিয়ে ব্যাট করছিল চট্টগ্রাম সানরাইজার্স। তখন খেলার চতুর্দশ ওভার। সাকিব আল হাসান বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ব্যাটে লাগাতে পারলেন না রবি বোপারা। বল গ্লাভসে ঠিকঠাক নিতে পারেন নি সোহান। তবে তার প্যাডে লেগে বল লেগে তা সরাসরি স্টাম্পে আঘাত হানে।
এরপরই মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ার কল করতে সময় নেন কিছুটা। কিন্তু ততোক্ষণে সোহান অনেকটা তেড়ে যান। আর থার্ড আম্পায়ার কল করার ইশারা দেন তিনি। যা চোখে পড়ে সবারই। এ কারণেই ম্যাচ রেফারি রকিবুল হাসানের দেওয়া শাস্তি দেন তাকে। সোহান শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি!
Discussion about this post