টানা তিন জয়ে আত্মবিশ্বাস ছিল আকাশে। কিন্তু আসল ম্যাচটাতেই সর্বনাশ। ফাইনালের আমেজ পাওয়া সেই ম্যাচটাতে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। আরেকটু সরাসরি বলা যায় প্রতিপক্ষের অলরাউন্ডার চামারি আতাপাত্তুই হারিয়ে দিলেন টাইগ্রেসদের। এই জয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে উঠল শ্রীলঙ্কার মেয়েরা।
সোমবার কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেট বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জিতল ২২ রানে। আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলবে তারারা। বাংলাদেশ টানা তিন জয়ের পর এই ম্যাচ হেরে বিদায় নিল।
এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ১৩৬ রান। বাংলাদেশ পুরো ওভার খেলে ৫ উইকেট হারিয়ে করে ১১৪।
শ্রীলঙ্কান অধিনায়ক আতাপাত্তু ২৮ বলে ৪৮ রান করেন। এরপর বল হাতে ১৭ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)।
ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: চামারি আতাপাত্তু।
Discussion about this post