ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পারিশ্রমিকে এবার বিরাট কোহলিকে ছুয়ে ফেললেন লোকেশ রাহুল। রেকর্ড পারিশ্রমিকে আইপিএলের লক্ষ্মৌ ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন এই ব্যাটসম্যান। ১৭ কোটি রুপিতে তিনি স্পর্শ করেন কোহলির সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
পুরোনো ৮ ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পায়। তবে প্রতিটি অবশ্য ৪ জন ধরে রাখেনি। এ অবস্থায় নতুন দুই দল লক্ষ্মৌ ও আহমেদাবাদ নিলামের আগে ৩ জন করে ক্রিকেটারকে সরাসরি নিতে পারে। এখানে লক্ষ্মৌ ১৭ কোটি রুপিতে রাহুলকে নিয়েছে। সঙ্গে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ৪ কোটি রুপিতে ভারতীয় স্পিনার রবি বিষ্ণইকে নিয়েছে তারা।
তারও আগে ২০১৮ আইপিএলের মেগা নিলামের আগে কোহলিকে ১৭ কোটি রুপিতে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিলামে ১১ কোটি রুপিতে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান মেগা নিলামে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন।
সাকিব-মুস্তাফিজ দুজনেরই ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি রুপি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে মোট ৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন আইপিএলের নিলামে। আর ক্রিকেট বিশ্ব থেকে নিলামে থাকবেন ১২১৪ জন ক্রিকেটার। তাদের নিয়েই বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএল নিলাম।
এদিকে ক্রিস গেইল নেই আইপিএলের নিলামে। মেগা নিলামের তালিকায়ই নিজেকে রাখেননি তিনি। বয়সও কম হয়নি ৪২।
ধরে রাখা ক্রিকেটাররা-
চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, রুতুরাজ গায়কোয়াড়।
দিল্লি ক্যাপিটালস: রিশাভ পান্ত, আকসার প্যাটেল, পৃথ্বী শ, আনরিক নরকিয়া।
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তি, ভেঙ্কাটেশ আইয়ার, সুনিল নারাইন।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড।
পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল, আর্শদিপ সিং।
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন, জশ বাটলার, যাশাসবি জয়সওয়াল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ।
সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক।
আহমেদাবাদ: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুবমান গিল।
লক্ষ্মৌ: লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণই।
Discussion about this post