এবার নতুন মিশন সাকিব আল হাসানের। এর আগে এই টুর্নামেন্টের বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপাও জিততে পারেননি। প্রথমবার বরিশাল দলে নাম লিখিয়ে সাকিব এনে দিতে চান বিপিএল ট্রফি।
২১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল। বরিশালের অধিনায়ক সাকিব। শনিবার দলটির মালিকানা প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ এক অনুষ্ঠানের মাধ্যমে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের নাম ঘোষণা করল। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সহকারী কোচ দুই সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স ও আশিকুর রহমান মজুমদার। ব্যাটিং পরামর্শক খ্যাতিমান কোচ নাজমুল আবেদীন।
এই দলে সাকিব ছাড়া দেশি ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহানদ। বিদেশি ক্যাটাগরিতে ক্রিস গেইল, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ।
সবাইকে নিয়ে ট্রফিতে চোখ সাকিবের। তিনি বলছিলেন, ‘আমি দল নিয়ে খুব খুশি। আমাদের ভারসাম্যপূর্ণ দল হয়েছে। প্রতিটি দলই আসলে ভালো। আমাদের মাঠে ভালো পারফরম্যান্স করতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলবো। আমাদের সবার পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন বরিশালবাসীকে ট্রফিটা দিতে পারি।’
বিপিএল শুরুর আগেই বরিশালে একটি অনুষ্ঠানে পুরো দল যাওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু করোনার কারণে গেলেন না। এনিয়ে সাকিব বলেন, ‘করোনা পরিস্থিতি যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে সবার জন্যই এখন ঝুঁকি হয়ে যাচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত, এই পরিস্থিতি না হলে অবশ্যই যাওয়া হতো। আমি খুব এক্সসাইটেড ছিলাম সবার সঙ্গে দেখা হবে। কিন্ত দুর্ভাগ্যবশত হচ্ছে না। আমি আশা করবো দূর থেকে আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমরা ট্রফিটা নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো।’
ফরচুন বরিশাল দল-
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), জেক লিন্টট (ইংল্যান্ড), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে দেশি: নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, মুনির শাহরিয়ার ও ইরফান শুক্কুর।
ড্রাফট থেকে বিদেশি: আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।
কোচিং স্টাফ: খালেদ মাহমুদ সুজন (প্রধান কোচ), নাজমুল আবেদীন (ব্যাটিং পরামর্শক), ফয়সাল হোসেন ডিকেন্স (সহকারী কোচ), আশিকুর রহমান মজুমদার (সহকারী কোচ), বায়েজিদ ইসলাম খান (ফিজিও), মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার (ট্রেনার), শ্রীরাম সোময়াজুল (কম্পিউটার অ্যানালিস্ট), সাব্বির খান সাফিন (সিইও)।
Discussion about this post