আসল লড়াইয়ের আগে প্রস্তুতিটা মন্দ হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। যুব বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে। সেটি বেশ ভালোভাবেই কাজে লাগাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইচ মোল্লা দারুণ এক ইনিংস পথ দেখিয়েছে দলকে। এরপর বোলাররাও ধরে রাখলেন ছন্দ। সব মিলিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে অনায়াসে হারাল জুনিয়র টাইগাররা।
মঙ্গলবার সেন্ট কিটসে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ জিতল ১৫৫ রানে। ম্যাচে আইচ মোল্লা করেন ৮২। বাংলাদেশ ২৭৭ রান তুলে অলআউট। ডিএলএস পদ্ধতিতে পরে জিম্বাবুয়ের টার্গেট ছিল ২৫৬ রান। এরপর তাদের ১১০ রানে অলআউট করে দেয় বাংলাদেশের যুবারা।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে আরিফুল ইসলাম ও আইচ গড়েন ৫১ রানের জুটি। ওপেনার আরিফুল ফেরেন ৪০ রানে। তারপর মোহাম্মদ ফাহিমকে নিয়ে আইচ ৮১ রান তুলেন মাত্র ৭৯ বলে। ফাহিম আউট ৩৩ রানে।
আইচ ৫ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন। অধিনায়ক রকিবুল আউট ৩৬ রানে।
এরপর বোলাররা অনায়াসেই ভেঙে দেয় প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। যুব বিশ্বকাপে বাংলাদেশ মাঠে নামবে সামনের রোববার। প্রতিপক্ষ ইংল্যান্ড। এই গ্রুপে টাইগারদের অন্য দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ২৭৭/১০ (আরিফুল ৪০, ইফতেখার ১, নাবিল ১০, আইচ ৮২, ফাহিম ৩৩, মেহরব ৯, রকিবুল ৩৬, তানজিম ২, আব্দুল্লাহ ৬, রিপন ৩৯, মুসফিক ২*; মিচেল ৭-১-৩০-৪, স্কনকেন ১০-০-৪৮-২)।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯: (লক্ষ্য ২৫৫) ৩৫.২ ওভারে ১১০ (সাইল ৩৯, মাকোনি ২২; রিপন ৫.২-১-১৬-১, তানজিম ৪-০-২৪-১, মুসফিক ৩-০-১৪-১, নাইমুর ১০-২-১৮-৩, রাকিবুল ৬-০-১৬-০, আরিফুল ৩-১-৬-২, আব্দুল্লাহ ৪-০-১৫-২)।
ফল: ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৫৫ রানে জয়ী।
Discussion about this post