সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে ভাল একজন অলরাউন্ডার হওয়ার দৌড়ে আরও এগিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বল দুটোতেই পাচ্ছেন সাফল্য। ৯৫৭ রান নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট শুরু করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪৭ রান করেই হাজার রান পেরিয়ে গেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের ১৬তম টেস্ট ব্যাটসম্যান হিসেবে হাজার রান ক্লাবে পা রাখলেন মিরাজ। একইসঙ্গে গড়লেন অনন্য এক অলরাউন্ড রেকর্ড। টেস্টে আগেই ১০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন তিনি। মঙ্গলবার কিউইদের বিপক্ষে ৪৭ রান করার পথে আরেকটি অর্জন যোগ হয়েছে। টেস্টে বাংলাদেশের হয়ে ১ হাজার রান ও ১০০ উইকেটের তালিকায় এখন মিরাজ।
৩০ টেস্টে এই ডাবল পেলেন মেহেদী হাসান মিরাজ। সাকিব এই কীর্তি গড়েন মাত্র ২৮ টেস্টে। সেটি ২০১২ সালে। তার আগেই এই অভিজাত ক্লাবে নাম লেখান মোহাম্মদ রফিক। ২০০৮ সালে ১ হাজার রান ও ১০০ উইকেট ক্লাবে দেশের প্রথম ক্রিকেটার হন রফিক। ৩৩ টেস্ট খেলে এই অর্জনে নাম লেখান রফিক।
মিরাজের এমন অর্জনে দারুণ খুশি সাকিব আল হাসান। মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন মিরাজরা লড়ছেন, তখন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাকিব। সেখান থেকেই একটি টুইট সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারে টুইট, ‘মিরাজ হলো বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।’
ঠিক তাই। দ্বিতীয় ইনিংসেও বল ও ব্যাট হাতে এভাবে লড়তে হবে মিরাজকে। তবেই জয়ের দেখা পেতে পারে বাংলাদেশ।
Discussion about this post