করোনার এই সময়ে খেলা চালিয়ে যাওয়া সহজ কথা নয়। বায়ো-বাবলে থেকেও রক্ষা নেই। এই যেমন এবার করোনার হানা যুব এশিয়া কাপে। তার পথ ধরে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। তার পথ ধরে ঠিক হয়েছে সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। টাইগার যুবারা খেলবে ভারতের সঙ্গে।
মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান তুলতেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বৃহস্পতিবার শারজাহতে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের সঙ্গে লড়াই বাংলাদেশ যুবাদের। ১ জানুয়ারি ফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুইটারে জানিয়েছে, এই ম্যাচের দুই জন ম্যাচ অফিসিয়াল করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। অবশ্য তারা ভালো আছেন। চিকিৎসা চলছে। এ অবস্থায় ম্যাচের সঙ্গে যুক্ত সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। ফল আসার আগে আইসোলেশনে থাকবেন তারা।
এবারের আট দলের যুব এশিয়া কাপে তিন ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ আগেই নিশ্চিত করেছে সেমি-ফাইনাল। গ্রুপ রানার্সআপ শ্রীলঙ্কা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে লড়বে শ্রীলঙ্কানরা।
Discussion about this post