আসল পরীক্ষার আগে এখন প্রস্তুতি পর্ব চলছে বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির হানায় সর্বনাশ। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের অনেকটা সময় খেলাই হলো না। এরমধ্যে দারুণ বোলিং করলেন দুই পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরি রাহি। নিউজিল্যান্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইতে খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশ তুলল ৫ উইকেটে ৭১ রান। আবু জায়েদ ও তাসকিনই সফল বোলার। আবু জায়েদের শিকার ২৭ রানে ৩টি আর তাসকিনের ২৬ রানে ২টি উইকেট তুলেছেন। আর উইকেটের পেছনে থেকে লিটন দাস নিয়েছেন ৪টি ক্যাচ।
বে ওভালের দুই নম্বর মাঠে টস জিতে প্রথমে বোলিং নেয় বাংলাদেশ দল। এরপরই মিলতে থাকে সাফল্য। একটা সময় নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮। কিন্তু বৃষ্টিতে ছন্দপতন। বিকেল ৫টারই বৃষ্টিতে শেষ হয়ে যায় দিনের খেলা।
আর দিন শেষে তৃপ্তি নিয়ে আবু জায়েদ রাহি বলেন, ‘আজকের ম্যাচে অন-অফ ছিল, বারবার বৃষ্টি আসছিল। এর মধ্যেও বোলাররা খুব ভালো বোলিং করেছে। সবচেয়ে ভালো ব্যাপার ছিল, অনেক দিন পর নেমে আমরা নতুন বলে ভালো জায়গায় বল রাখতে পেরেছি। সব মিলিয়ে পেস বোলাররা সবাই ভালো বল করেছে। প্রস্তুতির সুযোগ আমরা যতটুকুই পেয়েছি, কাজ লাগানোর চেষ্টা করেছি। আজকের যে কন্ডিশন ছিল ও উইকেটের যে অবস্থা ছিল, সেই অনুযায়ী বোলিং করতে পেরেছি।’
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড একাদম ১ম ইনিংস: ২৭.৩ ওভারে ৭১/৫ (জর্জেসন ৬, কামিং ১, কনওয়ে ০, বয়েল ২০, রেনউইক ১৮, ভুলা ২১*, আভি ৪*; তাসকিন ৮.৩-৫-২৬-২, আবু জায়েদ ৯-১-২৭-৩, শরিফুল ৫-৩-৬-০, শহিদুল ৫-২-১২-০)।
Discussion about this post