জাতীয় দলে জায়গা করে নেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তৌহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে বুধবার বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পেলেন বিসিবি সাউথ জোনের এই ব্যাটসম্যান। ১৫৯ রানে বুধবার চতুর্থ দিন শুরু করেছিলেন তিনি। এরপর বাকি ৪১ রান তুলে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম শতককে বানিয়ে ফেলেন ডাবল।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে দ্বি-শতক তুলেন তৌহিদ। এবারের বিসিএলে এটিই কোন ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি।
মজার ব্যাপার হলো-প্রথম শ্রেণির ক্রিকেটেএর আগে কোন সেঞ্চুরি ছিল না তরুণ তৌহিদ হৃদয়ের। প্রথমবার শতক পেয়েই সেটি নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতে। ডাবল সেঞ্চুরির পর অবশ্য আর বেশিক্ষণ টেকেননি তিনি। শেষ অব্দি ৩৮৭ বলের ইনিংসে ১৬ চার আর ৪ ছক্কায় হৃদয়ের ব্যাট থেকে এসেছে ২১৭।
এই ডাবলের আগে যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান হৃদয় প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছিলেন মাত্র ৮ ম্যাচ। তাতে ৪ ফিফটিতে করেন ৩৬১ রান। এবার এক ইনিংসেই তুললেন ২১৭। ২১ বছর বয়সী এই ক্রিকেটার বুঝিয়ে দিলেন তিনি অনেক দূর যেতে চান। এবার সেই ছন্দ ধরে রেখে এগিয়ে গেলেই হলো!
Discussion about this post