চ্যাম্পিয়ন বলে বাড়তি একটা চাপ তো থাকেই। সেটা মাথায় নিয়েই নতুন মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের সঙ্গে এশিয়া কাপ-দুই মিশনে দেশ ছাড়ল জুনিয়র টাইগাররা। আগামী মাসেই বসবে আরেকটি বিশ্বকাপ। তার আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। এই লড়াইয়ে অংশ নিতে (মঙ্গলবার) দেশ ছাড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সন্ধ্যায় দুবাইগামী বিমানে উঠছে যুব টাইগাররা। এই লড়াই শেষ হতেই নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি দুবাই থেকে বিশ্বকাপে অংশ নিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশের যুবারা। অধিনায়ক রাকিবুল হাসানের দল প্রস্তুত।
সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ম্যাচ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পরিবর্তন হয়েছে সে সূচি। নতুন সূচিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে, একদিন পর ২৪ ডিসেম্বর।
এবারের জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ ‘বি’ তে। যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
ওয়েস্ট ইন্ডিজে আগামী ১৪ জানুয়ারি শুরু বিশ্বকাপ। শেষ ৫ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২০২২ সালের ১৬ জানুয়ারি। প্রতিপক্ষ ইংল্যান্ড।
এশিয়া কাপ ও বিশ্বকাপের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহযিবুল ইসলাম, আরিফুল ইসলাম মো: ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মো: আশিকুজ্জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
ট্রাভেল রিজার্ভ : আহসান হাবিব লিওন, জিদান আলম।
স্ট্যান্ড বাই : মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার এবং গোলাম কিবরিয়া।
Discussion about this post