বিশ্রাম নেই বাংলাদেশের ক্রিকেটারদের! পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি।
১৮ সদস্যের এই দলে রয়েছেন সাকিব আল হাসান, যদিও বলা হচ্ছিল ছুটিতে যাচ্ছেন তিনি! এছাড়া কোনও চমক নেই দলে!
২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুই সিরিজের প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। ১৪ দিনের রুম কোয়ারেন্টাইন করেছিল বাংলাদেশ দল। সাতদিন পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে করেছিল অনুশীলন। এবার তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে।
নেগেটিভ সার্টিফিকেট পেলেই বাংলাদেশ দল টিম হোটেলে যাবে।
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মো: নাইম শেখ।
Discussion about this post